সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত তথ্য সরবরাহ করা সাব-রেজিস্ট্রি অফিসের অন্যতম সেবা। সাব-রেজিস্ট্রি অফিসের তল্লাশীর মাধ্যমে উক্ত অফিসের আওতাধীন কোন একটি সম্পত্তি ইতোপূর্বে হস্তানন্তর হয়েছে কি না তা জানা যাবে। দাগ নম্বর বা দলিল দাতার নামের আদ্যক্ষরের ভিত্তিতে ইনডেক্স/সূচি বহি তল্লাশী করে দেখতে পারেন দাগটি বিক্রয় হয়েছে কি না, হয়ে থাকলে কতবার, কার দ্বারা এবং উক্ত জমির ক্ষেত্রে পাওয়ার অব অ্যাটর্নি প্রদত্ত হয়েছে কি না ইত্যাদি। তল্লাশী প্রয়োজনীয় যে কোন বৎসরের জন্য করা যাবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস